ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতির নেতৃত্বে সাদিক-জোবায়ের

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫০, ২ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতির পঞ্চম কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাদিক আল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই ব্যাচ ও অনুষদের শিক্ষার্থী জোবায়ের সরকার। সহ-সভাপতি পদে ১৯ ব্যাচের কৃষি অনুষদের মো. আশিকুল ইসলাম নাফিস ও একই ব্যাচের ইইই বিভাগের মো. রাকিব হাসান নির্বাচিত হয়েছেন৷ 

শনিবার (২ ডিসেম্বর) সংগঠনটির ২৩-২৪ নতুন কমিটির ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. লাবলু ইসলাম৷ 

দায়িত্ব পেয়ে সংগঠনটির সভাপতি সাদিক আল আমিন বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপদেষ্টামণ্ডলীসহ ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দের প্রতি, যারা আমাকে যোগ্য মনে করেছেন। অন্তরের অন্তস্থল থেকে তাদের ধন্যবাদ জানাই। অভিনন্দন জানাই তাদের যারা উক্ত কমিটিতে নিজ যোগ্যতাবলে স্থান করে নিতে পেরেছে।

‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন’ আমি সর্বোচ্চ চেষ্টা করবো সংগঠনে নিজের সেরাটুকু দেয়ার। চেষ্টা করবো ‘হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতি’ যেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়েও সমানভাবে অবদান রাখতে পারে। সেজন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। 

সংগঠনটির সাধারণ সম্পাদক জোবায়ের সরকার বলেন, ‘হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতি’ বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সংগঠন এবং এই সংগঠনের গুরুদায়িত্ব আমার ওপর অর্পণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাই তাদের যারা আমার ওপর আস্থা রেখেছেন। দোয়া রাখবেন সে আস্থার জায়গাটুকু যেন ধরে রাখতে পারি। সংগঠনকে নতুন কিছু দেয়ার এবং এর কল্যাণে কাজ করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। 

এছাড়াও নতুন কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে অ্যানিভা এলিজ মিষ্টি, সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হাসান , সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাকিম সাদী ও সৌরভ রাজ, অর্থ সম্পাদক পদে লিটন প্রামাণিক , সহ-অর্থ সম্পাদক পদে ইসরাফিল ইসলাম প্রধান, সাহিত্য সম্পাদক পদে আসমা-উল-হুসনা মুগ্ধ, সহ-সাহিত্য সম্পাদক পদে হেদায়েতুন হিরা ও তানজিলা মুস্তারী অর্পি, নাট্য ও চিত্রকলা বিষয়ক সম্পাদক পদে নিধি সরকার, সহ-নাট্য ও চিত্রকলা বিষয়ক সম্পাদক পদে পলাশী রায়, দপ্তর সম্পাদক পদে সাজনিন সুলতানা, প্রচার সম্পাদক পদে মলয় কিশোর বর্মন, সহ-প্রচার সম্পাদক পদে তানজিম মোস্তাফিজ।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি